মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০২:৪৩ এএম

আলকারাজকে হারিয়ে সিনার চ্যাম্পিয়ন

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০২:৪৩ এএম

আলকারাজকে হারিয়ে  সিনার চ্যাম্পিয়ন

বর্তমানে টেনিসের দুই সেরা তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের লড়াই মানেই বাড়তি আকর্ষণ। আর ফাইনালে হলে তো কথাই নেই। প্রবল প্রতিদ্বন্দ্বী আলকারাজকে হারিয়ে এটিপি ফাইনালসের শিরোপা জিতে নিলেন সিনার। ফাইনাল ম্যাচে লড়াই জমিয়েও বারবার শেষে গিয়ে ধরা খেলেন আলকারাজ। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও একবার সরাসরি সেটে ম্যাচ জিতে নিলেন ইয়ানিক সিনার। একই সঙ্গে জিতলেন এটিপি ফাইনালস শিরোপা। ইতালির তুরিনে রোববার রাতে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার ফাইনালে সিনারের জয় ৭-৬ (৭-৪) ও ৭-৫ গেমে। পুরো আসরে অপরাজিত থেকেই এটিপি ফাইনালসে নিজের শিরোপা ধরে রাখলেন ২৪ বছর বয়সি এই ইতালিয়ান তারকা। সব মিলিয়ে ইনডোর হার্ড কোর্টে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলেন সিনার। সবশেষ এই ফাইনাল জিতে তিনি পেলেন ৫০ লাখ ডলারের অর্থ পুরস্কার।

বাংলাদেশি মুদ্রায় যা ৬১ কোটি টাকার বেশি। আলকারাজের বিপক্ষে ফাইনালে ছয়বারের দেখায় এ নিয়ে দুইবার জিতলেন সিনার। সব মিলিয়ে দুই জনের মুখোমুখি ১৬ ম্যাচে সিনারের এটি ষষ্ঠ জয়। টেনিসে চলতি বছরের পুরোটাতেই ছিল সিনার ও আলকারাজের দাপট। দুজন মিলে জিতেছেন মোট ১৪টি শিরোপা। এমনকি বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ইতালিয়ান ও স্প্যানিয়ার্ড দুই তারকা। ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। আলকারাজের হাতে উঠেছে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।

এটিপি ফাইনালস জিতলেও অবশ্য বছর শেষের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাননি সিনার। এই জায়গায় এক নম্বরেই রইলেন আলকারাজ। সব মিলিয়ে ২০২৫ সালে ৬টি শিরোপা জিতেছেন সিনার। যা তার ক্যারিয়ারে এক বছরে দ্বিতীয় সেরা। এ বছর খেলা ১২টি টুর্নামেন্টের মধ্যে ১০টিতেই ফাইনালে উঠেছেন তিনি। অথচ ডোপিংয়ের দায়ে বছরের শুরু তিন মাস নিষিদ্ধ ছিলেন এই ইতালিয়ান।

রূপালী বাংলাদেশ

Link copied!