শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫৯ এএম

সাত মিনিটের ম্যাজিকে এমবাপ্পের হ্যাটট্রিক

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫৯ এএম

সাত মিনিটের ম্যাজিকে এমবাপ্পের হ্যাটট্রিক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিকায়োসকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাত্র সাত মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন এই ফরোয়ার্ড। কিন্তু জয়টা খুব সহজে পায়নি কোচ আলোনসোর দল। শুরুতে পিছিয়েও পড়েছিল রিয়াল। অলিম্পিকায়োসের দারুণ দলীয় সমন্বয় থেকে দুর্দান্ত এক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার চিকিনিও। এরপর প্রায় পুরোটাই এমবাপ্পে-ঝলক। ২২, ২৪ ও ২৯ মিনিটে গোল করে তুলে নেন হ্যাটট্রিক। বিরতির পর ৫৯ মিনিটে করেন নিজের চতুর্থ গোল। অলিম্পিকায়োসও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ৫২ মিনিটে একটি গোল শোধ করেন ক্লাবটির ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। ৪-২ গোলে পিছিয়ে থাকতে স্বাগতিকদের হয়ে শেষ গোলটি মরক্কো স্ট্রাইকার আইয়ুব এল কাবির। চ্যাম্পিয়নস লিগে পঞ্চম হ্যাটট্রিক (রিয়ালের হয়ে তৃতীয়, পিএসজির হয়ে দুটি) করেন এমবাপ্পে। এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় এমবাপ্পের ওপরে শুধু লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলের ৭-১ গোলের জয়ে বেঞ্চ থেকে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেন মিশরীয় তারকা। এমবাপ্পে হ্যাটট্রিক করেন ৬ মিনিট ৪২ সেকেন্ডে। চ্যাম্পিয়নস লিগে ৯ গোল এবং লা লিগায় ১৩ গোল করা এমবাপ্পে এবারের মৌসুমে এখন পর্যন্ত এ দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ ম্যাচে ২২ গোল হলো তার। হ্যাটট্রিক তুলে নিলেও গ্রিসে এমবাপ্পের অর্জনের তখনো বাকি ছিল। ৫৯ মিনিটে করা গোলটি দিয়ে ফরাসি তারকা নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এক ম্যাচে ৪ গোল করার অর্জনটি এখন শুধু তাদের দুজনের। তবে চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপে রিয়ালের হয়ে দুবার করে এক ম্যাচে চার গোল করেন আলফ্রেডো ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর গ্রিসের মাটিতে প্রথম জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আবারও জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মতো দলের জন্য তিন ম্যাচ জয়শূন্য থাকাটা অনেক কিছু। ম্যাচটা কঠিন ছিল, এখানে (গ্রিস) জেতাটা কষ্টকর। খুব ভালো লাগছে। গোল করাটা সব সময়ই আনন্দের।’ লিভারপুলের কাছে হারের পর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র করে গ্রিস অভিযানে গিয়েছিল রিয়াল।

এই ম্যাচের আগে কোচ আলোনসোর খেলানোর কৌশল সমালোচিত হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়েও গুঞ্জন শোনা গেছে। কিন্তু জয়ের পর রিয়াল কোচ আলোনসো বলেন, ‘সবাই একতাবদ্ধ। জানি মৌসুমটা কষ্টকর ও লম্বা হবে। যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পথে আমরা আরেক ধাপ এগোলাম।’ ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বের পয়েন্ট তালিকায় পাঁচে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পার্ক দে প্রিন্সেসে রীতিমতো থ্রিলার দেখেছেন দর্শক। ৮ গোলের রোমাঞ্চে টটেনহাম হটস্পারকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল টটেনহামই।

৩৫ মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধের শেষ মিনিটে ভিতিনিয়ার গোলে সমতায় ফেরে পিএসজি। ৫০ মিনিটে কোলো মুয়ানির গোলে টটেনহাম আবারও এগিয়ে যাওয়ার পর পরবর্তী ১৫ মিনিটের মধ্যে চার গোল করে লুইস এনরিকের দল। ৫৩ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরানো ভিতিনিয়া ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন। ক্যারিয়ারের এটা প্রথম হ্যাটট্রিক পর্তুগিজ মিডফিল্ডারের।

৫৯ মিনিটে ফাবিয়ান রুইজ এবং ৬৫ মিনিট উইলিয়ান পাচো পিএসজির হয়ে শেষ ২টি গোল করেন। ৭২ মিনিটে টটেনহামের হয়ে ম্যাচের শেষ গোলটি পিএসজি থেকে ধারে টটেনহামে যোগ দেওয়া কোলো মুয়ানির। যোগ করা সময়ে ১০ জনে পরিণত হয় পিএসজি। ৯৩ মিনিটে টটেনহামের জাভি সিমন্সকে কনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা পিএসজির লুকাস হার্নান্দেজ। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় পিএসজি।

রূপালী বাংলাদেশ

Link copied!