আসন্ন বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী দল। বয়স ৪০ পার হলেও এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন আফগান ক্রিকেটে মিস্টার প্রেসিডেন্ট খ্যাত নবি। ব্যাট হাতে মারকুটে সব শট খেলছেন। আর বল হাতে করছেন কিপটে বোলিং। সব মিলে নোয়াখালীর দলের টেম্পারেচার বাড়াতে সত্যিকারের ‘ট্রাম্প কার্ড’ হতে যাচ্ছেন এই অলরাউন্ডার। আগেও ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে খেলেছেন এই তারকা ক্রিকেটার। সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন নবি।
২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে এবারের বিপিএল আসর। নতুন বিপিএল শুরুর আগেই আলোচনায় নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে নেয় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাওয়া পাকিস্তানি ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলিকেও পেয়েছে তারা। এবার স্কোয়াডে যুক্ত হলেন নবি। আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলি, মোহাম্মদ নবি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন