শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:১৩ এএম

১৭ মিনিটেই চোটগ্রস্ত নেইমারের হ্যাটট্রিক

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:১৩ এএম

১৭ মিনিটেই চোটগ্রস্ত নেইমারের হ্যাটট্রিক

কদিন আগে হাঁটুর ইনজুরি নিয়ে খেলতে নেমে গোল করে সান্তোসের জয়ের নায়ক বনে যান নেইমার জুনিয়র। খবরটি বেশ আলোড়ন সৃষ্টি করে। এরই মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চোটগ্রস্ত নেইমার। এবার চোট নিয়ে খেলে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে বসলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার! বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে কিছুটা হলেও সোনালি দিন ফিরিয়ে আনলেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে সবকটি গোলই করেছেন তিনি। খেলার ৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে গোল ৩টি করেন নেইমার। হ্যাটট্রিক তুলে নেওয়ার পথে তার শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। নেইমার এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেন ২০২২ সালের ৯ এপ্রিল। পিএসজির হয়ে সেদিন ক্লেঁয়ারমন্তের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলও বানান নেইমার। সময়ের হিসাবে ৩ বছর ৭ মাস ২৫ দিন কিংবা মোট ১ হাজার ৩৩৫ দিন পর হ্যাটট্রিক পেলেন এই ব্রাজিলিয়ান।

বাঁ হাঁটুতে চোট পাওয়ায় নেইমারের এ বছর আর মাঠেই নামার কথা ছিল না। চলতি ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোস তাদের বাকি তিন ম্যাচে নেইমারকে পাবে নাÑ এমন কথাই জানায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নেইমার চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন। গত ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার চোট নিয়েই খেলেন। শুধু তা-ই নয়, নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করান। ম্যাচ শেষে নেইমার জানিয়েছিলেন, অবনমনের শঙ্কায় পড়া সান্তোসকে টেনে তুলতে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নেইমারকে নিয়ে সর্বশেষ দুই ম্যাচেই জয় পাওয়ায় অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোস। ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে তারা ১৪তম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা যে চারটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে, তাদের মধ্যে শীর্ষে থাকা ভিতোরিয়ার সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে সান্তোস। ৩৭ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া ভিতোরিয়া ১৭তম অবস্থানে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমার এ ম্যাচেও ‘ব্যথা নিয়ে’ই খেলেছেন। বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পাওয়া এই ফুটবলার প্রতিরক্ষামূলক বন্ধনী পরে মাঠে নেমেছিলেন। আগামী রোববার রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটি জিতলে প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত হবে সান্তোসের। জুভেন্তুদের বিপক্ষে বিরতির পর প্রতি-আক্রমণ থেকে প্রথম গোলটি পান নেইমার। কিছুক্ষণ পরই ইগর জেসুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি পান।

৮৩ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে গোল করেন পেনাল্টি থেকে। আগামী বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে নেইমারের নিয়মিত মাঠে নামাটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিলের জার্সিতে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেন নেইমার। সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর মাঠে আর নিয়মিত হতে পারেননি। শুধু চলতি মৌসুমেই চারবার চোট পেয়েছেন নেইমার। আগামী মার্চের আগে কোনো ম্যাচ খেলবে না ব্রাজিল। মার্চে প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে যা করার এর মধ্যেই করতে হবে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে পারফর্ম করার সুযোগ পাবেন নেইমার।

রূপালী বাংলাদেশ

Link copied!