শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:৫২ পিএম

রাঙামাটিতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম বাড়াতে গ্রাহকদের দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:৫২ পিএম

রাঙামাটিতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম বাড়াতে গ্রাহকদের দাবি

ছবি: রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহণীয় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। শহরের মধ্যে ১৫টি স্থানে এনআইডি দিয়ে সাধারণ মানুষ পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে এসব পণ্য ক্রয়ের সুবিধা। ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি করা হচ্ছে চিনি, তেল, মশুর ডাল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় এই সব পণ্য।

অনেকেই টিসিবি’র পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে গেলেন। অনেকেই অভিযোগ করেছেন নিজ নিজ ওয়ার্ডে যেন পণ্য দেওয়া হয়। তাহলে গ্রাহকদের হয়রানি হতে হবে না। আর এক ওয়ার্ডের লোকজন অন্য ওয়ার্ডে যাওয়ার সুযোগ পাবে না। রাঙামাটি সরকারি কলেজ মাঠে ৪শ’ জনকে টিসিবি’র পণ্য দেওয়া হয় কিন্তু গ্রাহকের সমাগম হয়েছে প্রায় দেড় হাজার।

গতকাল ৫ মার্চ থেকে শহরের মধ্যে ১৫টি স্থানে এই সুবিধা পাচ্ছে পৌরসভাবাসী। ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এই পণ্য সামগ্রী। ৫ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত। প্রতিটি র্নিদিষ্ট স্থান থেকে প্রথম ৪শ’জন ভোক্তা টিসিবি কার্ড ছাড়াই ক্রয় করতে পারছেন পণ্যসামগ্রী।

বৃহস্পতিবার (৬ মার্চ) এই কর্মসূচির আওতায় পণ্য বিতরণ করা হয়েছে রাঙামাটি সরকারি কলেজ মাঠ, শাহ স্কুল মাঠ, মিলন বিহার, রাঙামাটি পাবলিক কলেজ মাঠ ও ভেদভেদী সওজ কারখানা মাঠে।

তবে প্রতিদিন শুধুমাত্র ৫টি পয়েন্টে পণ্য বিতরণ করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে গরিব অসহায় সাধারণ মানুষদের। তারা বলছেন শহরের জনসংখ্যার তুলনায় ৫টি পয়েন্টের  প্রতিটি পয়েন্টে ৪শ’ মানুষ খুবই নগন্য। তাই জনসাধারণের দূর্ভোগ ও কষ্ট লাগবে পন্য বিতরণের স্থান একই সাথে পণ্য বিতরণের পরিধি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন সবাই।

পবিত্র রমজান উপলক্ষ্যে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেল’ শিরোনামের এই বিশেষ কর্মসূচি ৫ মার্চ বুধবার থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে। তবে শুক্র-শনিবার ব্যতিত প্রতিদিন চালু থাকবে এই মেবা। এসব পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে প্যাকেজ আকারে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে প্রতিটি পণ্যসামগ্রী। ১২০ টাকার চিনি বিক্রয় হচ্ছে ৭০ টাকায়, ১৭০ টাকার সোয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১শ’ টাকায়।

এখানে ২ লিটার সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে ২০০ টাকা, ১শ’ ২০ টাকার মশুর ডাল-৬০টাকা ও ১শ’ ১০ টাকার ছোলা পাওয়া যাচ্ছে ৬০ টাকায়।

আরবি/জেডআর

Link copied!