শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:০১ পিএম

উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১২:০১ পিএম

উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

চকোলেটের প্রলোভন দেখিয়ে ও সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তন্ময় হাসান (১৬) নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে জামালপুর মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চর পরতাবাজু এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তন্ময় হাসান ওই এলাকার রবিউল মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুটির মা থানায় অভিযোগ করেছেন। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত তন্ময় হাসান শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এদিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। একপর্যায়ে তন্ময়ের বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান শিশুটির মা। এ সময় শিশুটির মাকে দেখে অভিযুক্ত তন্ময় বাড়ি থেকে পালিয়ে যায়। আর শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তন্ময় ও তার পরিবারের লোকজন।

শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তন্ময়কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী।

ওসি হাসান আল মামুন বলেন, শিশুটিকে থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত তন্ময়কে প্রধান আসামি করে ধর্ষণের মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আরবি/জেডআর

Link copied!