ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

পাবিপ্রবি উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০২:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর সচিব বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন এই দুই শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পারিাবরিক কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। এর বেশি তিনি কিছু জানেন না বলে জানান।