নেত্রকোণা: নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় ১৯ বোতল ভারত থেকে চোরাইপথে আনা মদ আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।
কলমাকান্দা সদরের কলেজ রোড ও মনতলা এলাকা থেকে বুধবার (২৮ আগস্ট) সকালে পৃথক দুটি অভিযানে রয়েল স্ট্যাগ ৭৫০ এমএল ৩ বোতল, অফিসার্স চয়েস ব্লু ১৮০ এমএল ৬ বোতল ও এসি ব্ল্যাক ৬৫০ এমএল ৬ টা, এমসি ডুয়েল ৬ টা ৭৫০ এমএল, ব্ল্যাক ৭৫০ এমএল ৪ বোতল আটক করা হয়। এসময় ইমন হাসান শান্ত ও আক্তার নামে ২ জনকে আটক করা হয়েছে।

এব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন জানান, আটককৃতদের জব্দকৃত মাদকসহ কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :