ময়মনসিংহের মুক্তাগাছায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি ফজিলা খাতুন (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন ওই এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় অভিযুক্ত মনির মিয়া (৩০) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর বাগ্বিতণ্ডা চলছিল। একপর্যায়ে রাগ করে মনির ঘর থেকে বের হয়ে যান। শেষ রাতে পুনরায় বাড়িতে এসে জোরপূর্বক ৪ বছর বয়সী ছেলে মো. রোহান মিয়াকে নিয়ে যেতে চান।
এ নিয়ে তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে মনিরের পুনরায় কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আহত করেন। শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করেন।
এ ঘটনায় দু’জনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে স্ত্রী রুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘অভিযুক্ত জামাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।’
আপনার মতামত লিখুন :