মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:০১ এএম

হল ক্যান্টিনে ভাত ফ্রিসহ তিন দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:০১ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আবাসিক হল এর ক্যান্টিনে ভাত ফ্রিসহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্যের নিকট আবেদন জমা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) শিক্ষার্থীরা আবেদনটি জমা দেয়।

শিক্ষার্থীরা যেসকল দাবি জানিয়েছে তা হলো-

১. বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল-এ ভাত ফ্রি সরবরাহের ব্যবস্থা করতে হবে।

২. খাবারের মান স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও সুষম রাখার জন্য ব্যবস্থা নিতে হবে।

৩. খাবারের মানোয়ন্নের জন্য একটি তদারকি কমিটি গঠন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী সাজিদুর রহমান বলেন, 'আমি বিভিন্ন বিস্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে গিয়েছি। সেখানকার আবাসিক হল-এ রাত্রিযাপন-ও করেছি। সেখানের ক্যান্টিন গুলোতে যখন খেলাম, তখন লক্ষ্য করলাম যে,তাদের কাছ থেকে শুধু তরকারিটা কিনতে হচ্ছে যেমনঃ মাছ বা মাংস। আর ক্যান্টিনের টেবিলে সবসময় ভাত এবং ডাল রাখা আছে। যে যার মতো ভাত ডাল নিয়ে ইচ্ছামতো খেতে পারে। অর্থাৎ ভাত ডাল আনলিমিটেড। কিন্তু দুঃখের বিষয় আমাদের ভার্সিটিতে সেই ভাতটুকুও কিনতে হয়।'

এই বিষয়ে আরেকজন শিক্ষার্থী সাদিয়া ইসলাম রাইছা বলেন, 'আমরা বিভিন্ন পরিবার থেকে অনেক দূর হতে এখানে এসেছি পড়তে। আমাদের প্রতি মাসে নির্দিষ্ট একটা এমাউন্ট দেয়া হয় পরিবার থেকে,যেটা নির্ধারিত। এর বেশি খরচ করার উপায় নেই। ডাইনিং এ একবার যেই ভাত দেয়,এতে অনেক সময় পেট ভরে না। কিন্তু আমাদের অতিরিক্ত ভাত নিতে হলে আবারও কিনতে হবে। কিন্তু দেখা যায় যে, আমাদের একদিনের জন্য খাওয়ার টাকা নির্দিষ্ট। একবেলাতে ১০ টাকা বেশি খরচ করলে আরেকবেলায় খাওয়ার টাকায় ঘাটতি দেখা দেবে। সেক্ষেত্রে ভাত টা ফ্রি সরবরাহ করা হলে আমাদের জন্য খুবই উপকার হবে।'

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন যে, 'আমি আবেদনপত্রটি হাতে পেয়েছি। শিক্ষার্থীরস তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেছে এতে। এ বিষয়ে আমাদের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে।'

সেইসাথে অন্যান্য শিক্ষার্থীরা এই বিষয়ে আশু সমাধান পাবে বলে প্রত্যাশা রাখে।

রূপালী বাংলাদেশ

Link copied!