মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:২৩ এএম

ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:২৩ এএম

দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সম্মাননা পেলেন ট্রাম্প।  ছবি- সংগৃহীত

দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সম্মাননা পেলেন ট্রাম্প। ছবি- সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ প্রদান করেছে দেশটি।

সোমবার (১৩ অক্টোবর) মিসরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শারম আল শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন।

মিসর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

শারম আল শেখের শান্তি সম্মেলনে ট্রাম্প ও প্রেসিডেন্ট সিসি যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল–ফিলিস্তিন সংকটে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করাই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।

‘অর্ডার অব দ্য নাইল’ মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। খাঁটি সোনায় তৈরি এই কলারে ফারাও যুগের নকশা খোদাই করা থাকে, যা সমৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব ও অশুভ শক্তি থেকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত।

শতাধিক বছর আগে চালু হওয়া এই পুরস্কার এখন পর্যন্ত অল্পসংখ্যক বিদেশি রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, নেলসন ম্যান্ডেলা, এবং স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ। ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি এই সম্মাননা পেলেন। এর আগে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি সম্পাদনের জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।

এ ছাড়া মিসরের নোবেলজয়ী বিজ্ঞানী আহমেদ জুয়েইল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই, সাহিত্যিক নাগিব মাহফুজ এবং প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতও ‘অর্ডার অব দ্য নাইল’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!