সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। দেশটির সরকার প্রায় ৭ বিলিয়ন ইউরো (প্রায় ৮ দশমিক ১১ বিলিয়ন ডলার) মূল্যের ৪২৪টি নতুন চাকাযুক্ত সাঁজোয়া যান কিনতে যাচ্ছে।
সোমবার (১৩ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নথির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
সংবাদ সংস্থাটি জানায়, পার্লামেন্টের নিম্নকক্ষের বাজেট কমিটি আগামী কয়েক দিনের মধ্যে জার্মান সেনাবাহিনীর জন্য এই অস্ত্র চুক্তি অনুমোদন করবে। বুন্দেসওয়ের চুক্তির সবচেয়ে বড় অংশটি জেনারেল ডাইনামিক্সের সঙ্গে করা কাঠামো চুক্তি।
এতে প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো মূল্যের ২৭৪টি স্কাউট যানবাহন তৈরি ও কেনা অন্তর্ভুক্ত, যার প্রথম সরবরাহ ২০২৮ সালের জন্য নির্ধারিত। জেনারেল ডাইনামিক্স থেকে আরও ৮২টি স্কাউট যানবাহনের বিকল্প অর্ডার দেওয়া হলে মোট সংখ্যা ৩৫৬টি ও খরচ ৪ দশমিক ৬ বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে।
চুক্তির দ্বিতীয় প্রকল্পের আওতায় প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরোর বিনিময়ে ১৫০টি ‘শাকাল’ চাকাযুক্ত সাঁজোয়া পদাতিক যুদ্ধ যানবাহন কেনা হবে। জার্মানি ইউরোপীয় প্রতিরক্ষা ক্রয় সংস্থা ওসিসিএআরের মাধ্যমে কেএনডিএস এবং রাইনমেটালের যৌথ উদ্যোগ আর্টেক জিএমবিএইচ-কে এই চুক্তি দেওয়া হবে।
উভয় ধরনের যুদ্ধযান সরবরাহ ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে। শাকাল যানবাহনের ক্ষেত্রে ভবিষ্যতে আরও ২০০টি অতিরিক্ত যানবাহন কেনার সুযোগও রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন