মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:০৩ পিএম

ন্যাটোর পারমাণবিক মহড়া শুরু, মস্কোর সতর্কতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:০৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসে শুরু হয়েছে সম্মিলিত প্রতিরক্ষা জোট ন্যাটোর বার্ষিক পারমাণবিক মহড়া ‘স্টেডফাস্ট নুন’। দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় ১৪টি সদস্য দেশের প্রায় ৭০টি বিমান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রচলিত যুদ্ধবিমান ও দ্বৈত-সক্ষম বিমান।

সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই মহড়ার উদ্বোধন করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট।

তিনি বলেছেন, এই মহড়ার উদ্দেশ্য হলো ‘যেকোনো সম্ভাব্য প্রতিপক্ষের কাছে স্পষ্ট বার্তা পাঠানো’ যে, জোটের প্রতিরোধ ক্ষমতা এখনো কার্যকর ও প্রস্তুত। শুক্রবার মহড়ার ঘোষণা দিতে গিয়ে রুট আরও বলেন, ‘ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা যাতে যতটা সম্ভব কার্যকর থাকে, এই মহড়া তা নিশ্চিত করে’।

আরটি জানিয়েছে, চলতি বছরের মহড়াটি আয়োজন করছে নেদারল্যান্ডস। দেশটির ভলকেল বিমান ঘাঁটি মূল অপারেটিং সাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বেলজিয়াম, যুক্তরাজ্য ও ডেনমার্কের ঘাঁটিগুলো থেকেও সহায়তা দেওয়া হচ্ছে।

ন্যাটো জানিয়েছে, মহড়ায় প্রায় দুই হাজার সেনা সদস্য অংশ নিচ্ছেন। নজরদারি বিমান, আকাশে জ্বালানি ভরার বিমান এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেম এতে যুক্ত থাকবে। তবে জোটটি স্পষ্ট করেছে, মহড়ার সময় কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না।

রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এ মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে মস্কো এসব মহড়ার তীব্র সমালোচনা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ‘স্টেডফাস্ট নুন’ ধরনের মহড়া ‘ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উত্তেজনা আরও বাড়ায়, কমায় না’।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ অভিযোগ করেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো ‘রুশবিরোধী উন্মাদনায়’ মেতে উঠেছে। তার ভাষায়, ‘এই অঞ্চল এখন রাশিয়ার বিরুদ্ধে অত্যন্ত যুদ্ধবাজ ও নেতিবাচক সুরে কথা বলছে এবং নির্লজ্জ মিথ্যা ছড়াচ্ছে।’

মাসের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিম ইউরোপ ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের ভয় দেখিয়ে’ অযৌক্তিক আতঙ্ক তৈরি করছে। তিনি এই উদ্বেগকে ‘অযৌক্তিক মন্ত্র’ হিসেবে উল্লেখ করে ইউরোপীয় নেতাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগী হতে বলেন।

একই সঙ্গে পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্বও তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, ২০১০ সালের নিউ স্টার্ট চুক্তি আরও এক বছর বাড়ানোর বিষয়ে সম্মত হতে এবং বর্তমান ভারসাম্য নষ্ট করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে। মস্কো ও ন্যাটোর এই টানাপোড়েন ইউরোপে নতুন শীতল যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Link copied!