মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪৭ এএম

আজ তৃতীয় ও শেষ ওয়ানডে

শেষটা জয়ে রাঙিয়ে দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪৭ এএম

শেষটা জয়ে রাঙিয়ে  দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে খুবই দুঃসময় পার করছে। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানদের কাছে ২-০ ব্যবধানে হার নিশ্চিত হয়েছে তাদের। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বাজে ভাবে হারলেও সিরিজের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দিতে চায় মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে, আফগানিস্তানের সামনে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের ইতিহাস হাতছানি দিচ্ছে। আজ বাংলাদেশের মুখে জয়ের হাসি নাকি আফগানদের ইতিহাস গড়ার আনন্দ- সন্ধ্যা ৬টায় আবুধাবির মাঠে শুরু হওয়া লড়াই শেষেই তা দেখা যাবে।

আমিরাতে এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টানা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হঠাৎ টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটে খেলতে গিয়েই বিপাকে পড়লেন মিরাজরা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের যে দৈন্যদশা দেখা গেছে, সেটি খুবই অপ্রত্যাশিত। মেরুদ-হীন এক ব্যাটিং লাইনআপ দেখা যায়। যে ফরম্যাটের ক্রিকেট খেলে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এবং বিশ^ ক্রিকেটে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেই ৫০ ওভারের খেলায় এখন দিশাহারা টাইগাররা। কীভাবে ওয়ানডে ব্যাটিং করতে হয়, সেটিই যেন ভুলে গেছে বাংলাদেশ! গত ম্যাচে বোলাররা তাদের কাজটা ঠিকঠাকমতো করেছেন। আফগানিস্তানকে ১৯০ রানে থামিয়ে দেন মোস্তাফিজ, তানভীররা। কিন্তু কম রানের লক্ষ্য পেয়ে মাত্র ১০৯ রানের অলআউট হওয়ার দুঃস্মৃতি উপহার দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার-প্রত্যেকে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন। এক রশিদ খানের সামনেই ব্যাটিং করতে গিয়ে খাবি খেতে হয়েছে তাদের। ব্যাটিংয়ে যে ধস নেমেছে, সেটি রীতিমতো দলের সামর্থ্য নিয়ে এখন প্রশ্ন তুলছে।

যদিও ম্যাচ শেষে বাংলাদেশের বোলিং মুশতাক আহমেদ বলেছেন, দলের উন্নতির ধৈর্য ধরতে হবে। বোলিংয়ে বাংলাদেশ ভালো করছে। ব্যাটিংটা ঠিক হলেই যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে দলটি। বাংলাদেশ অধিনায়ক মিরাজও একই কথা বলেছেন। যে পারফরম্যান্স শো করেছে বাংলাদেশ, এর চেয়ে আরও ভালো দল তারা। বাজে ব্যাটিংয়ে দিন কেটেছে তাদের। ব্যাটিংয়ে ভালো করতে পারলে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। আজ যদি আফগানদের সিরিজের শেষ ম্যাচটিতে হারিয়ে দিতে পারেন মিরাজরা, তাহলে অন্তত জয়ের ফেরার আত্মবিশ^াস নিয়ে ক্যারিবিয়ান সিরিজ শুরু করতে পারবে। তাই আজ জয় ছাড়া বিকল্প ভাবছেন না তারা। শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে, আফগান দলের প্রধান ‘অস্ত্র’ রশিদ খান শেষ ম্যাচেও বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারেন। এই লেগ স্পিনারকে খেলতেই পারছে না বাংলাদেশের ব্যাটাররা। তার ধারালো বোলিংয়ের সামনে ব্যাটিং করতে গিয়ে খাবি খাচ্ছেন তারা। সফল হতে হলে রশিদ খানের সামনে চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!