ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাদের দলে নেই কেন উইলিয়ামসনকে। কিউই দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানান, ছোটখাটো শারীরিক সমস্যার কারণে উইলিয়ামসনকে দলে রাখা হয়নি। ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার চলতি মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি গ্রহণ করেননি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না। সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। কোচ ওয়াল্টার বলেছেন, ‘এক মাস ধরে কেনকে ছোটখাটো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা দুজনেই মনে করেছি, ফিরে আসার আগে তার আরও কিছুটা সময় নেওয়া দরকার। সে বিশ^মানের খেলোয়াড়, আমরা আশা করছি, এই দুই সপ্তাহের বিশ্রাম তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে।’
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, ক্রাইস্টচার্চে। দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর একই মাঠে। তৃতীয়টি ২৩ অক্টোবর অকল্যান্ডের ইডেন পার্কে। এরপর অক্টোবরের শেষ দিকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার বেন সিয়ার্স। তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানা গেছে। অন্যদিকে, পেটের অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন স্পিনার মিচ স্যান্টনার। ফিরেছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও। মুখে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন জিমি নিশাম।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন