মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৫৪ এএম

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৫৪ এএম

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইতিহাস

আইসিসি নারী বিশ^কাপে রেকর্ড ভেঙে জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তিন উইকেটের জয়ে নতুন ইতিহাস গড়েছে তারা। নারী ওয়ানডে বিশ^কাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে দুই দলের দুর্দান্ত ব্যাটিং শুধু দর্শকদের মুগ্ধই করেনি, বরং নারী ক্রিকেটের রেকর্ড বইয়ে যোগ করেছে একাধিক নতুন অধ্যায়।

ভারতকে হারানোর পথে অস্ট্রেলিয়ার রেকর্ড রান তাড়ার নজির নারী ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড়। শ্রীলঙ্কার গত বছরের রেকর্ড তারা ভেঙে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল লঙ্কান দল। একই সঙ্গে তারা ভেঙে দিয়েছে নিজেদের আগের বিশ্বকাপ রেকর্ডও। ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে তাড়া করে জেতা আগের সেরাটি ছিল ২৭৮ রান। অন্যদিকে, জিততে না পারলেও ভারতও এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। তাদের ৩৩০ রান নারী বিশ^কাপ ইতিহাসে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৮ উইকেটে ৩১৭। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলে করেছে মোট ৬৬১ রান, যা নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান হয়েছে কেবল দুটি ম্যাচে, গত মাসে দিল্লিতে দুদলের ৭৮১ রানের ম্যাচ এবং ২০১৭ বিশ্বকাপে ব্রিস্টলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৬৭৯ রান।

এদিকে, এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ডও ভেঙেছে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ। ভারত মেরেছে ৭টি ছক্কার মধ্যে তিনটি স্মৃতি মান্ধানার। অস্ট্রেলিয়া মেরেছে আরও ৬টি। সব মিলিয়ে ছক্কা হয়েছে ১৩টি, যা নারী বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড। এ ছাড়া অ্যালিসা হিলির ১৪২ রানের দারুণ ইনিংস নারী বিশ্বকাপে কোনো অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ স্কোর। তার চেয়ে এগিয়ে কেবল দুই অস্ট্রেলিয়ান-বেলিন্ডা ক্লার্ক (২২৯*, ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে) এবং মেগ ল্যানিং (১৫২*, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।

বল হাতে ইতিহাস গড়েছেন আনাবেল সাদারল্যান্ড। তার ৫/৪০ স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর মধ্য দিয়ে তিনি এ বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন। একই সঙ্গে তিনি হলেন মাত্র চতুর্থ অস্ট্রেলিয়ান, যিনি নারী বিশ্বকাপে পাঁচ উইকেট নিয়েছেন। ১৯৮৮ সালে লিন ফুলস্টনের পর প্রথমবার এমন কীর্তি গড়লেন কোনো অস্ট্রেলিয়ান। স্মৃতি মান্ধানা পেরিয়ে গেছেন আরেকটি অনন্য মাইলফলক। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে ওয়ানডেতে পেরিয়েছেন ৫ হাজার রান। ১১২ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করা ভারতের দ্রুততম ও সবচেয়ে কম বয়সি ব্যাটার (২৯ বছর) তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!