রোববার (২২ সেপ্টেম্বর) ফেনীর বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বন্যাকবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন অঞ্চলগুলো পরিদর্শন করবেন।
এছাড়াও পরশুরামের নিজকালিকাপুরে ভারত সীমান্তে সেই ধ্বংসাত্মক বাঁধের ভাঙা অংশ সরজমিনে দেখার জন্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান তিনি। তার সাথে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।