ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৯:৩৩ পিএম
নিহত ইব্রাহিম। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (২৪) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ৭ টার দিকে উপজেলার শ্রীনগর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শ্রীনগর উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ সন্ধ্যায় ইব্রাহিম তার নিজের বাড়ির বিদ্যুতের মুল লাইনের তার বিচ্ছিন্ন হয়ে গেলে  বিদ্যুতের লাইনম্যানকে না ডেকে নিজেই হুক দিয়ে লাইনের  তারটি লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।