রাজশাহী মহানগরী’র কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ গ্রাম হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাটাখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো মো: জনি আলী (২৬), মো: সাদেকুল ইসলাম লালন (২৯) ও মো: টুটুল (৩৭)। জনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার মো: কাচু আলীর ছেলে, সাদেকুল কাপাশিয়া মৃধাপাড়ার মো: বাবলু শেখের ছেলে ও টুটুল বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার মো: আব্দুল হামিদের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ মার্চ আরএমপি'র মতিহার ক্রাইম বিভাগের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে অফিসার ওসি মো: তৌহিদুর রহমান তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় রাত ৯ টার দিকে অভিযান পরিচালনা করে আসামি জনি ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
অপর একটি অভিযানে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম ১২ মার্চ রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার দালালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি টুটুলকে গ্রেপ্তার করে। এসময় অপর দুই আসামি তুষার ও লালচাঁদ কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের ফেলে যাওয়া ২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
কাটাখালি (আরএমপি) ওসি মো: তৌহিদুর রহমান জানান, আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসমীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণসক পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন