জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারী ও শিশু নির্যাতন মামলা নং- ২৭২/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার কবিরপুর গ্রামের সাজ উদ্দিনের পুত্র ইমরান হোসেন ইমন (২৫) এবং পৌরশহরের পূর্ব ভবানীপুর গ্রামের আবুল আলম সেলিমের স্ত্রী ২১৪/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মোছাঃ স্বপ্না বেগম (৪৫)।
তাদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন