বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৪৯ পিএম

জাভান হোটেল ও বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক শতাধিক

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৪৯ পিএম

জাভান হোটেল ও বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক শতাধিক

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের মহানগরীর টঙ্গীর কেরাণীটেক বস্তিতে ও জাভান হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব ও সেনাবাহিনী।

এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ ২২ লক্ষ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পুরুষ ৫১ জন ও নারী ২১ জন।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৪ নভেম্বর) রাত চারটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা ২ হাজার ৫শ পিস ইয়াবা, ২০ বোতল দেশিয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্রসহ নগদ ২২ লাখ ৮১ হাজার ৩শ টাকা উদ্ধার করেছে র‍্যাব ও সেনাবাহিনী।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে।

অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আটককৃতদের সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। 

অপরদিকে টঙ্গীর ‍‍`জাভান‍‍` হোটেলে সোমবার রাত চারটা থেকে দশটা পর্যন্ত চলা যৌথবাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন।

হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ ৯৪ ক্যান বিয়ার, ৫শ ৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে রাতে অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি হোটেলে তিন তলা থেকে লাফিয়ে পালাতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিক মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জাভান‍‍` হোটেল থেকে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে লে. কর্নেল মো. তাহসিন জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‍‍`জাভান‍‍` হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিলো। আজ অভিযান চালিয়ে বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতাবৃত্তি অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!