ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:৫৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামে ফুটবল খেরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুমন ইসলাম (৭) নামে এক শিশূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের বড়দেশ্বরী পুরাতন আশ্রয়ন কেন্দ্র  এ ঘটনা ঘটে।

নিহত সুমন ইসলাম খড়িবাড়ি (বড়দেশ্বরী পুরাতন আশ্রয়ন কেন্দ্র) গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবারের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাদাৎ হোসেন জানান, সোমবার দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি বাড়ির পাশে নিমুহা পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটি পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২টার দিকে পুকুরে লাশ ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশু মৃত্যুর সংবাদটি পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।