বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:৪০ পিএম

লামায় স্বপ্নে পাওয়া পানি নিতে শত শত মানুষের ভিড়

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:৪০ পিএম

লামায় স্বপ্নে পাওয়া পানি নিতে শত শত মানুষের ভিড়

ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং বাজার হেডম্যান পাড়ার মুদি দোকানে স্বপ্নে পাওয়া ওষুধ নিতে ভিড় করছেন শত শত মানুষ। ওই ওষুধ যেকোন রোগের কাজ করে বলে দাবি দোকানদার হুজুর মোহাম্মদ হোছেন ও বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের।

সপ্তাহের শনি ও মঙ্গলবার ফাইতং বাজার হেডম্যান পাড়ার সামনে মুদি দোকানে এই পড়া পানি ও চিকিৎসা সেবা দেয়া হয়।

গতকাল মঙ্গলবার নারী-পুরুষের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে কথা হয় ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেন, আমি বিষয়টি জানতে পেরে মোহাম্মদ হোছেন ওরফে কবিরাজ হুজুরকে ডেকেছি। বিষয়টি নিযে তার কছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে স্বপ্নে এ ওষুধ সম্পর্কে অবগত হয়। তারপর বিভিন্ন গাছ ও লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করে মানুষকে দিচ্ছেন। পাশাপাশি পানি পড়াও দেন। তার বিনিময়ে কোন টাকা দাবি করেন না। কেউ হাদিয়া হিসেবে কিছু দিলে সেটি মসজিদে দান করছেন তিনি।

ফাইতং বাজার জামে মসজিদ ও তার বাড়ি পেকুয়া এলাকার একটি মসজিদের দুটি দানবাক্স রাখা হয়েছে। চিকিৎসা নিতে আসা লোকজন মনের খুশিতে যা দান করেন তা মসজিদে দেওয়া হয়। গত এক সপ্তাহে মধ্যে ফাইতং বাজার জামে মসজিদের দানবাক্স ৩৫ হাজার টাকা পড়েছিল।

জানা যায়, মোহাম্মদ হোছেন একসময় প্রবাসে ছিলেন। তার এক ছেলে চিকিৎসক। তার নিজ বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

জানতে চাইলে মোহাম্মদ হোছেন প্রকাশ ওরফে কবিরাজ হুজুর বলেন, স্বপ্নে পাওয়া ওষুধ ও পানি পড়া দিয়েই রোগের চিকিৎসা দিচ্ছি। ভালো হয় বলেই মানুষ আসে।

ফাইতং বড় মুসলিম পাড়ার বাসিন্দা মো. নুরুচ্ছফা বলেন, আমার স্ত্রীর অনেক দিনের হাঁটুব্যথা ছিল। ওনার চিকিৎসায় ভালো হয়ে গেছে। পাড়ার সর্দার মো. হেলাল উদ্দিন বলেন, আমি ওনার চিকিৎসায় ভালো হয়েছি।

ফাইতং বাজারের কয়েকজন বলেন, বাজারে বেলাল নামে এক প্রতিবন্ধী আছে। তাকে এই হুজুর ওষুধ দিয়ে চিকিৎসা করেছে। সে কিন্তু ভালো হয়নি।

আরবি/ এইচএম

Link copied!