টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের এই জোড় ইজতেমা। জোড় ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করবেন শুরায়ী নেজামের মুরব্বিরা। শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ সাহেব। এরপর শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদ অনুসারীরা।
শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ সাহেব। বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক সাহেব, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক সাহেব ও বাদ মাগরিব কারগুজারী আমল হবে বলেও জানান তিনি। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে তা শেষ হবে।
তিনি আরও বলেন, এই জোড়ে কেবল তিন চিল্লার ও কমপক্ষে এক চিল্লার সময় লাগানো আলেম ছাড়া অন্য কারো উপস্থিত হওয়ারও সুযোগ নেই।
প্রতিবছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মুসল্লিদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন