ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‍‍’র মতবিনিময়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:১৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও‘র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক রূপালী বাংলাদেশের জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, এশিয়ান টিভির ওয়াহিদুর রহমান, দৈনিক ভোরের কাগজর রিয়াজ রহমান, দৈনিক ভোরের পাতা ও সুনামকন্ঠের মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ মিডিয়ার আব্দুল ওয়াহিদ, দৈনিক খবরপত্রের ও দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।

এছাড়া, দৈনিক সংবাদের মো. মির জাহান মিজান, দৈনিক শ্যামল সিলেটের গোলাম সারোয়ার, দৈনিক প্রতিদিনের সংবাদের শাহ এস এম ফরিদ, দৈনিক আজকের বসুন্ধরার হুমায়ূন কবির ফরীদি, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিনের মুকিম উদ্দিন, দৈনিক আজকালের খবরের আলী হোসেন, মো. ফখরুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।