কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়ায় ছুরিকাঘাতে মো. জাকির হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। উপজেলার ঢেমুশিয়া ছয়কুরিটিক্কা ৪নং ওয়ার্ড সাতঘর পাড়ায় এ ঘটনা ঘটে শুক্রবারে।
নিহত জাকির হোসেন ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।জানাগেছে-চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন ঘটনার সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর ইমরুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠানো হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন