ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফরিদপুর ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৩:৪৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরে দুই কেজি গাঁজাসহ মিঠুন শেখ (৩৫) নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কোতয়ালী থানার গুহলক্ষীপুর ধোপাবাড়ির বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠুন শেখ (৩৫) জেলার কোতয়ালী থানার গুহলক্ষীপুর গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জেলা ডিবির একটি টিম কোতয়ালী থানার গুহলক্ষীপুর ধোপাবাড়ির বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মিঠুন শেখকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে আলাদা পলিথিনে মোড়ানো এককেজি করে মোট দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ে করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।