বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম দেশের প্রবীণ বা জ্যেষ্ঠ নাগরিকদের পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
পৌষের হিমেল পরশের সোনাঝরা শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের প্রায় চারশ প্রবীণের পদভারে মুখরিত হয়ে ওঠে রাজধানীর ড্যাফোডিল প্লাজার গ্রীন গার্ডেন রেস্তোরাঁ। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত এই প্রবীণ মিলনমেলায় অংশগ্রহণের জন্য সকাল সাড়ে দশটার দিকে একে একে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন প্রবীণ বা জ্যেষ্ঠ এই নাগরিকগণ।
প্রথম পর্বের অনুষ্ঠান সকাল ১১ টায় শুরু হয়ে মধ্যাহ্ন একটা পর্যন্ত চলে। দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর দুইটায় এবং শেষ হয় বিকাল পাঁচটায়। সিনিয়র সিটিজেন ফোরামের প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে আগত সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে নির্বাচন করা হয়। সেই হিসেবে শনিবারের প্রবীণ মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অশীতিপর লেখক ও কবি মো: জাকারিয়া।
সিরিয়র সিটিজেন ফোরামের সভাপতি এম. মুখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল।
বক্তৃতা করেন, ফোরামের উপদেষ্টা প্রফেসর আর. আই সরকার, ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ, আব্দুল্লাহ আল হাসান, ফেরদৌস আরা বেগম, মেজর (অব.) আক্তার হোসেন, তাজকেরা খায়ের, ওয়াহিদ মুরাদ প্রমূখ ।
কবিতা আবৃত্তি করেন, রিপা আক্তার, দেলোয়ার হোসেন, আহমেদ ফারুক, মীর আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোঃ সালেহ, মোহাম্মদ শাজাহান, ডা. হালিমা হানুম আক্তার, দিলরুবা জেফু, সংগীত পরিবেশন করেন এম.এ কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, এম. মোখলেছুর রহমান, সুবোধ চন্দ্র বর্মন, নীলাদ্রি, ডা. নীলিমা বর্মন, মুজাহিদুর রহমান, শওকত হোসেন চৌধুরী, শামীমা আক্তার, মিজানুর রহমান, ফজলুল করিম, মোজাম্মেল হক। কৌতুক পরিবেশন করেন নাসির উদ্দিন। বিকাল পাঁচটায় অনুষ্ঠানের সভাপতি এম. মুখলেছুর রহমান অভ্যাগতদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :