ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

রাজশাহীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার সাজের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) এবং একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়সাল ও নাসির সোমবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে তারা সাজের বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে যান এবং আখ বোঝাই একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর আখ বোঝাই ট্রলি ও ট্রাক দুটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া শেষে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।