সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির একাধিক অপরাধের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার সুবাদে প্রকাশ্যে ঘুষ-দুর্নীতি ও অনিয়মসহ নামে-বেনামে একাধিক বাড়ী ও জমির মালিক হয়েছেন। তিনি ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা, নাম সংশোধন, অনলাইনে কাজ ও আঙুলের চাপ সহ জাতীয় পরিচয়পত্র তৈরির নামে জনসাধারণ ও প্রবাসিদের কাছ থেকে বিভিন্ন কৌশলে আদায় করেছেন লাখ লাখ টাকা। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান, অফিস সহকারি ও এলাকার কিছু দালাল চক্রের মাধ্যমে জালিয়াতি করে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এমন সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদীর আহমেদ ও সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন তদন্তে নামেন এবং গত ২৭ জানুয়ারি এনআইডি জালিয়াতির বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে এর সত্যতা পান।
নির্বাচন অফিসের সার্ভারের ডাটা বেজ পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন যে, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান (এনআইডি-১৯৭৯১৬৯০১৬), তানভীর হাসান (এনআইডি-৯১৭৯০৩২২৭২), ও মোহাম্মদ লিটন আহমেদ এর একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণের উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনের সহায়তায় জালিয়াতি এবং এনআইডির তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার মাধ্যমে প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের নামে তাদের ডেমোগ্রাফিক তথ্য এবং ছবির সাথে জগন্নাথপুর উপজেলার ভোটারদের ফিঙ্গার ও আইরিশ ব্যবহার করে ১৮/১১/২০২৪ খ্রিঃ তারিখ হতে ২৭/০১/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যবর্তী যে কোন সময় বিভিন্ন তারিখ ও সময়ে অবৈধভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে সোমবার রাতে জিঙাসাবাদের জন্য থানায় নেয়া হলে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া যায়।
উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী হওয়া সত্বেও জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির অভিযোগে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার, মোঃ মুজিবুর রহমান (৫১) ও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) সহ সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। যাহার মামলা নং ২২ তারিখ- ২৮/০১/২০২৫ ইং।
ধারা- জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ এবং ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ও ২০। মঙ্গলবার বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলা নির্বাচন অফিসার সহ দুই জনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন