বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৭:১৯ পিএম

প্রতারণার ফাঁদে খোয়া গেল মুক্তিযোদ্ধাদের টাকা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৭:১৯ পিএম

প্রতারণার ফাঁদে খোয়া গেল মুক্তিযোদ্ধাদের টাকা

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধাদের থেকে একদল প্রতারক চক্রের বিরুদ্ধে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া মডেল থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী দুই মুক্তিযোদ্ধা।

অভিযোগকারী দুই মুক্তিযোদ্ধা হলেন, উপজেলার সদর ইউনিয়নের কাকফো এলাকার বেল্লাল শেখ (৭২) এবং দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা এলাকার রফিকুল ইসলাম (৭৫)।

ওই অভিযোগ সূত্রে ও মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বসুপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে হাসান আলী সোহেল, জিগরী এলাকার ছমির উদ্দিনের ছেলে খাইরুজ্জামান বাসার, ক্ষিদ্র মালঞ্চি এলাকার লিটন আলীর স্ত্রী তানিয়া খাতুনসহ অজ্ঞাত আরও কয়েকজন গত বছরের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা বেল্লাল শেখের বাড়িতে যান।

সেখানে তারা ডিবি পুলিশ পরিচয় দেন এবং তারা বলেন, আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে আপনার মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করে দেখতে এসেছি। পরে সনদ দেখালে তারা সনদ ভুয়া বলে দাবি করে এবং তাকে বলে আপনারা যদি ২০ হাজার টাকা দিতে পারেন তবে আমরা কাগজপত্র সংশোধন করে দিবো। তাদের কথায় ভীত হয়ে সেই ফাঁদে পা দিয়ে তাদের ২০ হাজার টাকা নগদ দেন বেল্লাল শেখ ও তার পরিবার।

টাকা গ্রহণের পরে তারা জানান, কাগজপত্র ঠিক করে আপনাদের জানানো হবে। পরে এই চক্রই আবার গত বছরের ১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে একই প্রক্রিয়ায় তার থেকেও ২০ হাজার টাকা হাতিয়ে নেন। তবে কিছুদিন পরে ওই চক্রটির একজন সদস্য একই ঘটনায় পার্শ্ববর্তী নাটোর সদর থানায় আটক হয়। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং টাকা নেয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পরে এই দুই মুক্তিযোদ্ধাও সেই খবর দেখে জানতে ও বুঝতে পারে তারাও ওই প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। পরে তারা তাদের টাকা ফেরত এবং ওই চক্রের উপর্যুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তারা কথিত সাংবাদিক পরিচয়ে এলাকায় বিভিন্ন সময় এরকম অপকর্ম করে বেড়ান। স্থানীয়দের দাবি, যারা এরকম সাংবাদিক পরিচয়ে এমন অপকর্ম করে বেড়ায় তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে।

এ বিষয়ে তাদের মুঠোফোনে জানতে চাইলে, হাসান আলী সোহেল জানান, তিনি বিষয়টি অবগত নন। তানিয়া খাতুন বলেন, কে বা কারা আমাদের সম্মান ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার করছে।

তবে খাইরুজ্জামান বাসার বলেন, অভিযোগের খবর শুনে বুধবার বিকালে আমি, হাসান আলী সোহেল ও তানিয়া খাতুন বাগাতিপাড়া থানায় গিয়েছিলাম। সেখানে এসআই দুলালের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন উভয়পক্ষকে বিষয়টির জন্য ডাকা হবে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মুক্তিযোদ্ধারা যাদের টাকা দিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করেছিলেন। তারা বলেছিলেন টাকা ফেরত দিবেন তবে ফেরত না দেয়ায় আমার কাছে এসেছিল। আমি তাদের থানায় অভিযোগ দিয়ে আইনের আশ্রয় নেবার পরামর্শ দিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!