জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা ফয়সল আলীম বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পাঁচবিবি ও জয়পুরহাটের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। এ অঞ্চলের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে একটি রোডম্যাপ ইতোমধ্যে তৈরি করা হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের কাজের সুবিধার্থে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে একটি ল্যাপটপ তুলে দেন তিনি।
আপনার মতামত লিখুন :