মুন্সীগঞ্জের সীমানাধীন পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনীর সদস্য ও নৌ পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার নাছিরার চর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আইয়ুব আলীর সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার নাছিরার চর পদ্মা নদীতে চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ নিয়ে স্থানীয় জমির মালিকরা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি। সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে কিবরিয় মিজির অবৈধ বালু মহালে সাথে একটি ড্রেজার লাগাতে গেলেই কিবরিয়া মিজির লোক সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান, মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা মিলে তিনটি স্প্রিডবোট দিয়ে দাওয়া করে গুলি শুরু করে। এতে ট্রলার-স্পিডবোটে থাকা রিফাত, রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রিফাত ও রাসেলকে মৃত ঘোষণা দায়িত্বরত চিকিৎসক। পরে গুরুতর আহত আইয়ুব আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত রিফাত খান (২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পশ্চিম হানির পাড় আক্তার হোসেন খানের ছেলে ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ভাসানচন গ্রামের আলম ফকিরের ছেলে। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।
এদিকে মুন্সীগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানিয়েছেন, সাড়ে রাত ৮টার দিকে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় আসে। এর মধ্যে দুইজন নিহত ছিলো। অপর একজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আর অবস্থা আশংকাজনক।
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251101150012.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন