কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ইয়াবা উদ্ধারের অভিযানে আব্দু সুফি (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাচারকারী বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় এক লাখ ৬০ হাজার ইয়াবা ও ১জনকে আটক করা হয়েছে। নিহত পরিবারের অভিযোগ হচ্ছে , মারধরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়।
নিহত ব্যক্তি শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে।
আজ শনিবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপে সাগরে ইয়াবা উদ্ধার ও এক পাচারকারী নিহতের বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ট্রলারে চোরাকারবারিদের একটি মাদকের চালান পাচারের খবরে বাংলাদেশ কোস্টগার্ডসহ যৌথ অভিযানে যায়।
মাদক নিয়ে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌ ঘাট দিয়ে প্রবেশকালে কোস্ট গার্ডের টহল ওই বোটটিকে থামার সংকেত দিলে, সংকেত অমান্য করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালাতে শুরু করে। এসময় কোস্ট গার্ড দুই পাচারকারীসহ ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে টেকনাফে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।`
নিহতের ভাই আবদুল করিম বলেন, আমার ভাইকে সাঁতরিয়ে পালানোর সময় মারধর করলে পানি খেয়ে মারা যায়।এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিব এবং আমার ভাই যদি অপরাধী হয়ে থাকলে আটক করে নাই কেন? আমাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হোক।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র বলেন, দুপুর ২টার দিকে এক ব্যক্তিকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়। তার শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীরে প্রচুর পানি জমা আছে।
মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজারের মর্গে পাঠানো হচ্ছে বলে স্বীকার করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। যদি অভিযোগ করে বিষয়টি তদন্ত করে দেখব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন