রাজধানীর ধানমণ্ডির ৩২ নাম্বারের পর এবার কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের খবর শোনার পর কুষ্টিয়া শহরে একতারা মোড় থেকে আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা।
আনন্দ মিছিলটি হানিফের বাড়ির সামনে এসে বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার নিয়ে এসে ঘুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনের অংশ। মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য।
উল্লেখ্য: ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরেই, গা ঢাকা দেন মাহাবুব উল আলম হানিফ ও তার পরিবার। ৫ আগস্ট রাতে এই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে তিনতলা এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন