গোপন বন্দিশালা আয়নাঘড় থেকে মুক্তির পর আজ (শুক্রবার) প্রথমবারের মতো পিতা মীর কাশেম আলীর কবর জিয়ারত করেন ব্যারিষ্টার আরমান। এদিন দুপুরে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে মীর কাশেম আলীর সমাধিস্থলে কবর জিয়ারত করতে আসেন ব্যারিস্টার আরমান।
পিতার কবর জিয়ারতের সময় ব্যারিস্টার আরমান বলেন, আমার পিতা সত্যের জন্য হাসিমুখে জীবন দিয়েছেন। তার বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তিনি দেশ ছেড়ে না গিয়ে হাসিমুখে মৃত্যুকে বরন করেছেণ। হে আল্লাহ আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নির্দোষ। আল্লাহ যেনো তাকে জান্নাতে নসিব করেন সেই কামনা করছি।
এসময় হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী ও মানিকগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার কয়েকশত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন৷
প্রয়াত মীর কাশেম আলী জামায়াত প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংরলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন। ২০১৪ সালের ০২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০১৬ সালের ০৩ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন