হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে টমটম (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক ও যাত্রী দু`পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৫ জন লোক আহত হয়েছে।
সোমবার (৩ মার্চ) ইফতার পূর্বে মুহুর্তে এ ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজার সিংহ গ্রাম রোড টমটম স্ট্যান্ডে টমটম চালক সিংহ গ্রাম দাইরলের জলাই মিয়ার ছেলে মিলন মিয়া ও সিংহ গ্রাম মাইজ হাটির মৃত মো. শামসুদ্দিন তালুকদারের ছেলে তৌহিদ তালুকদারে মধ্যে টমটম স্ট্যান্ডে কথা কাটাকাটি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে উভয়পক্ষে আহত হয় ৫ জন। পুলিশ আসার পূর্বেই স্থানীয় লোকজন দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, এ ঘটনার পর থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষ হওয়ার সম্ববনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন