অভিযানে গিয়েছিল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হকচকিয়ে ওঠেন আওয়ামী লীগ নেতা। আতঙ্কিত হয়ে পড়েন। ‘রক্ষা’ পেতে বাড়ি থেকে পালানোর ফন্দি আটেন। কিন্তু বিধি-বাম। বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ পাননি। উপায়ান্তর না পেয়ে বাথরুমের উপরের স্টোররুমে লুকিয়ে পড়েন ওই আওয়ামী লীগ নেতা।
তবে সেখানে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার। ওই নেতার বায়ুত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। অতঃপর ওই স্টোররুম থেকে তাকে নামিয়ে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন। পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে। তবে ওই আওয়ামী লীগ নেতার পরিচয় জানা যায়নি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন