বরিশালের বানারীপাড়ায় লাউ কেনাবেচাকে নিয়ে খোকন শীল (৪৫) ও হীরা শীল (১৭) নামের দুই পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৯মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের কাজলাহার বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার কাজলাহার বাজারের বাদাম বিক্রেতা নিতাই মন্ডল তার ক্ষেতের লাউ বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। ওই বাজারের সার ব্যবসায়ী হাবিব একটি লাউয়ের মূল্য ৩০ টাকা বললে নিতাই ওই দামে বিক্রি করতে রাজি হননি। এতে রেগে গিয়ে হাবিব নিতাইকে ওই লাউ দিয়ে আঘাত করেন।
সেই সময় বাজারের সেলুন মালিক খোকন শীল এ ঘটনার প্রতিবাদ করলে হাবিব ও খোকন শীলের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পেয়ে হাবিবের ছেলে রাসেল, রাজিব ও ফাগুন দেশীয় অস্ত্র এনে খোকন ও হীরাকে কুপিয়ে জখম করে।
স্থানীয় জনতা তাদের আহত অবস্থায় বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে ওই থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন