বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:০৮ পিএম

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:০৮ পিএম

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ এবং জেলার কালিয়াকৈর মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। চার ঘন্টা পর ওই দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারী মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। বেতন না দেওয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করেন শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ সারাদিন শ্রমিকদের বেতন না দিয়ে নানা ধরনের তালবাহানা করে। পরে বিকেলে শ্রমিকরা বাড়ি ফিরে যান। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। 

কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল ৭টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৭টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, জেলা কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১৫ টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গ্লোবাস কারখানার এক শ্রমিক বলেন, আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করে। এসময় সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কয়েকটি দাবিও তুলে ধরা হয়। সেদিন কর্তৃপক্ষ দাবিগুলো মানলেও এরপর থেকে কারখানা খুলছে না। গায়ে হাত তোলার বিচারও করছে না।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।

আরবি/আবু

Link copied!