নাটোরের নলডাঙ্গায় গোপনে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিভিন্ন এলাকায় কৌশলে গোপন বৈঠক এবং সাংগঠনিক তৎপরতা চলতে দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা থেকে পালিয়ে যাওয়া নেতাকর্মীরা বর্তমানে নাটোর শহরসহ বিভিন্ন এলাকা থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সরকারবিরোধী দিকনির্দেশনা দিচ্ছেন। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ সংগঠনের নামে বাইক শোডাউন ও মিছিলও করছেন।
এছাড়া অভিযোগ উঠেছে, প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে গোপনে যোগাযোগ রেখে নিজেদের মিশন বাস্তবায়নের চেষ্টা করছেন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কিছু পদধারী সদস্য।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার একটি মিডিয়া হাউসে ছাত্র-জনতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত বছরের ৫ আগস্ট দেশজুড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নলডাঙ্গার আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘ সময় তাদের কোনো প্রকাশ্য বা গোপন তৎপরতা দেখা যায়নি। কিন্তু সম্প্রতি বিভিন্ন এলাকায় দেয়াল লিখনের মাধ্যমে তাদের সক্রিয়তা আবার দৃশ্যমান হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ‘কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় এসব সংগঠন আবার সক্রিয় হয়ে উঠছে। কিছুদিন আগে ‘মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্ত’ ঘটনার জেরে অনুষ্ঠিত এক সমাবেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী দুইজন সক্রিয় কেডার অংশ নিয়েছেন। যা ভবিষ্যৎ নাশকতার ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।,
বক্তারা আরও বলেন, ‘মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়, বাজেহালতি ব্রিজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাঁশিলা মাদ্রাসা, বাঁশিলা হাইস্কুল, পাটুল-নলডাঙ্গা সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় লাল ও কালো রঙে দেয়ালজুড়ে ‘জয়বাংলা’ স্লোগান লেখা হয়েছে। এসব কর্মসূচিকে রাজনৈতিক তৎপরতা আকারে দেখছেন স্থানীয়রা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিঘাপতিয়ার এম.কে কলেজের শিক্ষার্থী কাজী শাহরিয়ার আহম্মেদ সিহাব, এন.এস কলেজের শিক্ষার্থী মো. সাকিব ইসলাম, স্থানীয় ব্যবসায়ী বুলবুল আহম্মেদ ও মো. রাব্বি আহম্মেদ।
তারা জানান, গতকালও শহরে নিষিদ্ধ ছাত্রলীগ বাইক শোডাউন ও মিছিল করেছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা মাধনগর, খাজুরা, বাঁশিলা এলাকায় গোপনে ৮ থেকে ১৫ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তৎপরতা চালাচ্ছে। মাধনগর, বুড়িরভাগ, নলডাঙ্গা রেলস্টেশন, অধিরের মোড়, শীতলাই, চৈউখালি, পশ্চিম সোনাপাতিল, পাঙ্গালব্রিজ, ঠাকুর লক্ষ্মীকুল, চাঁদপুর ও মহিষডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গোপন বৈঠক, গ্রুপ খোলা এবং নাশকতার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তারা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন