বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা বাগেরহাট-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এস এম শাহাদাত হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চিতলমারী উপজেলার নিজস্ব কার্যালয়ে শনিবার (২৯ মার্চ) দুপুরে ঈদবস্ত্র বিতরণ করেন প্রায় ৩ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে।
এছাড়া স্থানীয় ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের কাছেও এই ঈদবস্ত্র তুলে দেন এস এম শাহাদাত হোসেন।
এস এম শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও বেশি সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।
এছাড়া সারাদেশে ঈদকে সামনে রেখে আমাদের নেতাকর্মীরা সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নানান আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বাগেরহাট ১ আসনের চিতলমারী, মোল্লহাট ও ফকিরহাটের বিএনপির ইউনিয়ন নেতাকর্মীদের হাতে প্রায় তিন হাজার দুস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদবস্ত্র বিতরণের জন্য দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নোয়াব আলী শেখ, আশাদ শেখ, নিয়ামত আলী খান, মোঃ শামীম শেখ, ফারুক মল্লিক ও ওসমান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন