সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গা স্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেই বাস।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টায় সাভার তেঁতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষা শহীদ রফিক সেতুর উপরে ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হন বলে জানা গেছে।
ওই বাসের যাত্রী ছিলেন নিতাই চন্দ্র শীল (৪৮)।
তিনি রূপালী বাংলাদেশকে বলেন, মানিকগঞ্জের কালিবাড়ি মন্দির থেকে রওনা হয়ে নারায়ণগঞ্জের নাঙ্গলবান্ধায় গঙ্গা স্নানে যাওয়ার জন্য শুভযাত্রা পরিবহন নামের বাসটি রিজার্ভ করা হয়।
‘মানিকগঞ্জের কালিবাড়ি থেকে রওনা দিয়ে পথিমধ্যে মিতরা, ঋষিপাড়া ও সিংগাইর থেকে আনুমানিক ৫০ জনের মতো গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম। হঠাৎ বাসের সামনের চাকা পাংচার হয়ে বাসটি উল্টে যায়।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানাধীন ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সবুজ।
তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।’
‘আপাতত ওই সড়কের হেমায়েতপুরগামী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়িটি সড়কের উপর থেকে সরানোর কাজ চলছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন