বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:০৭ পিএম

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:০৭ পিএম

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ফাইল ছবি

বগুড়ার ধুনটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনসহ তার দুই সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তার দুই সহযোগী হলেন, আরিফ ও রেজাউল ইসলাম। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লোকমান হাকিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাঙ্গালী, করতোয়া, ফুলজোড়, হুড়াসাগর নদী খনন প্রকল্পের শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট উত্তোলিত মাটি ও বালু বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় থেকে গত বছরের ১৫ আগস্ট নিলামে বিক্রি করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের বিক্রি করা চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট বালু নিলাম ডাকে কিনে নেন বগুড়ার সদরের জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১৮ লাখ ঘনফুট মাটি ও বালু কিনে নেন ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুস সালামের ছেলে সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। 

একই সঙ্গে খনন করা মাটি রাখার জন্য স্থানীয় জমির মালিকদের প্রাপ্ত মাটি ও বালু কিনে নেন তিনি। শাকদহ পয়েন্টের কিনে নেওয়া মাটি ও বালু প্রায় অর্ধেক বিক্রি হওয়ার পর গত ১৬ মার্চ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন তার সহযোগীদের নিয়ে শরিফুল ইসলাম খোকনের বালুর পয়েন্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করায় তার ম্যানেজার কোয়েল সরকারকে মারধর করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ২২ মার্চ শরিফুল ইসলাম খোকন বাদী রফিকুল ইসলাম শাহিনসহ ১৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, একটি চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় আসামিরা মঙ্গলবার দুপুরে জামিন আবেদন করলে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!