ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর এ পরিস্থিতির শুরু হয়, যা যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার দিয়ে যানটি সরানো সম্ভব না হওয়ায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়। এর ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বলেন, “কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঢাকামুখী লেন বন্ধ থাকায় অনেক গাড়ি উল্টো পথে চলতে শুরু করে, এতে যানজট আরও বাড়ে।”

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, “চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

সকাল ১০টা পর্যন্ত যানজট পুরোপুরি কাটেনি। যানজটে আটকে পড়া যাত্রীদের অনেকেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে রোগী পরিবহন, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়িক পরিবহনের ক্ষেত্রে এ ধরনের দীর্ঘ যানজট মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।