নাটোরের বড়াইগ্রামে একই রাতে পৃথক দুই স্থানে গ্রাহকের ১২টি বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার বনপাড়া রাথুরিয়া এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বোল্টকাটার ও চুরির করার জন্য ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশসহ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১ মে) রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সংঘবদ্ধ চোরেরা একযোগে এ ঘটনা ঘটায়।
আটক যুবকের নাম সাগর হোসেন (২৭)। তিনি উপজেলার বনপাড়া পৌরসভার গুরুমশৈল এলাকার আকবর মিয়াজীর ছেলে।
ওই রাতে উপজেলার জোনাইল এলাকার বিভিন্ন বাড়ি, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ১২টি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে গেছে চোর। এ ঘটনায় স্থানীয় বৈদ্যুতিক গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এসব মিটার নেওয়ার পর চোরচক্রের সদস্যরা গ্রাহকদের ফোন করে টাকা দাবি করে। চোরদের সঙ্গে দরদাম ঠিক হলে বিকাশে টাকা পাঠায় গ্রাহকেরা। চোর টাকা পাওয়ার পর নির্ধারিত কোনো জায়গায় মিটার রেখে আসে।
তিনি বলেন, এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্বশীল ভূমিকা ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করলে এই চোরেরা এ ধরনের কাজ আর করার সাহস পাবে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার জানান, ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করার হচ্ছে।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলে মিটার চুরি প্রতিহত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।