বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
সোমবার (৫ মে) চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
সোমবার সকালে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান ও সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় সল্টঘোলা ক্রসিং এলাকায় কর্মসূচি পালন করতে বাধা দিলে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। শহরের বাইরে হাটহাজারী উপজেলা, আনোয়ারা ও বাঁশখালীর বিভিন্ন সড়ক এবং চন্দনাইশ ও পটিয়া বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় কোথাও কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভকারীরা বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আলেম হত্যার বিরুদ্ধে এখন আর কোনো নরম প্রতিবাদ হবে না। মাওলানা রইস উদ্দিনকে যারা হত্যা করেছে, তারা শুধু একজন মানুষকে নয়, ধর্ম, মসজিদ ও ইসলামিক মূল্যবোধকে আঘাত করেছে। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, নির্মম এবং স্পষ্টভাবে রাষ্ট্রীয় নীরবতার প্রশ্রয়ে ঘটেছে।’
‘যে দেশে আলেম নিরাপদ না, সে দেশে কেউই নিরাপদ নয়। বিচারহীনতা আর ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কিন্তু এবার আমরা আর চুপ থাকব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, তদন্তের নাটক নয়, দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসি চাই। নইলে সড়ক তো বন্ধই থাকবে, প্রয়োজনে সারা দেশ অচল করে দেব। প্রশাসন যদি পক্ষ নেয় খুনিদের, তাহলে জনগণের আদালতই রায় দেবে।’
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) (গণমাধ্যম) মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবাদের ফলে যান চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক আছে।’
অবরোধের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন