ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

দুই দশক ধরে পথে পথে ঘুরে বই বিলিয়ে বেড়াচ্ছেন সোহান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৬:২৪ পিএম
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজী সোহান শরীফ। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘ ২২ ধরে পথে পথে ঘুরে প্রতিবন্ধী ও পথশিশুদের মধ্যে বই ও খাবার স্যালাইন বিতরণ করে আসছেন কুষ্টিয়ার কাজী সোহান শরীফ।

এ ছাড়াও তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি করেছেন আল্টা সেন্সর চশমা ও লাঠি।

জানা গেছে, কুষ্টিয়া শহরের থানাপাড়ার গোলাম রহমান রোডের বাসিন্দা কাজী সোহান শরীফ। ছোটবেলায় পারিবারিক কষ্টের কারণে অনেকটা অবহেলায় বড় হয়েছেন তিনি। সেই থেকেই অসহায় ও পথশিশুদের পাশে থাকার চেতনা তৈরি হয়।

১৮ বছর বিমা কোম্পানিতে চাকরি করার পর পেশা হিসেবে বেছে নেন প্রতিবন্ধীদের সার্জিক্যাল পণ্য তৈরির কাজ। এসবের পাশাপাশি গত ২২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই ও স্যালাইন বিতরণ করছেন তিনি।

স্থানীয়রা জানান, পথশিশুদের অক্ষর জ্ঞান দিতে ও ডায়রিয়া থেকে বাচাঁতে তার এ উদ্যোগ। প্রতি বছরের শুরুতেই ব্যাগভর্তি নতুন বই নিয়ে পথশিশুদের মধ্যে হাজির হন তিনি। এ ছাড়া বছরজুড়েই  খাবার স্যালাইন বিতরণ করেন সোহান।

স্থানীয়রা আরও জানান, জেলার বাবর আলী রেলগেটের সামনে নিজের দোকানে বসে প্রতিবন্ধী ও পঙ্গুদের জন্য হুইল চেয়ারসহ, কৃত্তিম হাত-পা স্থাপনের বিভিন্ন কাজ করেন। গবিব-অসহায়দের জন্য এসব থেকে কোনো লভ্যাংশ নেন না সোহান শরীফ।

এ ছাড়াও রেলস্টেশন পরিষ্কার, খাবার পানির ব্যবস্থা করা ও কাপড় বিতরণের সঙ্গেও তিনি জড়িত।

জানতে চাইলে কাজী সোহান শরীফ বলেন, কোনোরকম কারো সহযোগিতা ছাড়া শিশুদের নিয়ে কাজ করি। সমাজসেবা থেকে কোনো সহযোগিতা পাই না। আধুনিক এ যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে চশমা তৈরির জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। সহযোগিতা পেলে কাজের অগ্রগতি আরও বাড়বে।