চট্টগ্রামের সদরঘাটায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে ছয়টি বোমা পাওয়া গেছে।
সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে থানার পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন এলাকা থেকে খনন কাজের সময় এসব বোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভবনের পাইলিংয়ের কাজের সময় শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত সদরঘাট থানা পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বলেন, ‘নির্মাণকাজের সময় শ্রমিকরা ছয়টি বোমার মতো বস্তু দেখতে পান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি জানাই। পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :