লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পর্শে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে উপজেলার মিলন বাজারে একটি ওয়ার্কশপের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
শহিদুল নীলফামারীর ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিলন বাজারে ওয়ার্কশপের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় দোকানে থাকা বিদ্যুৎ লাইনের লিকেজ তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পাশে থাকা লোকজন তার মরদেহ উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :